ধোনির ব্যক্তিগত তথ্য ফাঁস, মন্ত্রীর ওপর চটলেন সাক্ষী!
স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির সময়টা ভালো যাচ্ছে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর আইপিএলের দল পুনের নেতৃত্ব থেকেও ছাঁটাই করা হয়েছে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে নিজ দল ঝাড়খন্ডকেও জেতাতে পারেননি এই ক্রিকেটার। এবার ফাঁস হয়েছে ধোনির ব্যক্তিগত তথ্য। আগের ইস্যুগুলোতে ধোনি মুখ বন্ধ রাখলেও এবার ভারতের সর্বকালের সেরা অধিনায়কের পক্ষে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সাক্ষী। এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ধোনির আধার কার্ডের তথ্য। আর এ কারণেই সাক্ষী দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে একহাত নিয়েছেন।
আধার কার্ড বা ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) হলো এমন এক ব্যবস্থা, যাতে ভারত সরকার সরাসরিভাবে জনগণের কাছে ভর্তুকির অর্থ পৌঁছাতে পারে। এটা আমাদের দেশের জাতীয় পরিচয়পত্রের মতো একটি ব্যবস্থা, যেখানে ১২ ডিজিটের একটি গোপন নম্বর থাকে। ভারতের এই সেবাটি প্রদান করে থাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এই কার্ডটিই ছিল না মহেন্দ্র সিং ধোনির। সম্প্রতি এই কার্ডের তথ্য সংগ্রহের জন্য ঝাড়খন্ড সরকারের এক কর্মচারী আসেন ধোনির বাসায়। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ধোনির তথ্য সংগ্রহের সেই ছবি টুইট করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবি শঙ্কর। ক্যাপশনে মন্ত্রী লেখেন, ‘কিংবদন্তি ক্রিকেটার এমএস ধোনিকে আধার সেবা দেওয়া হলো।’ খানিক বাদে কে বা কারা ধোনির আধার কার্ডের তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেয়। বিষয়টি সাক্ষীর নজরে এলে ক্ষোভে ফেটে পড়েন তিনি।
এরপর টুইটারে মন্ত্রী রবি শঙ্করকে উদ্দেশ করে সাক্ষী লেখেন, ‘ব্যক্তিগত বলে কি কিছু নেই! আধারের তথ্য জনগণের সম্পত্তি হয়ে গিয়েছে।’ সাক্ষীর অভিযোগ বুঝতে না পেরে রবি শঙ্কর টুইট করে বলেন, ‘এটা একদমই ব্যক্তিগত। কোনো ব্যক্তিগত তথ্য কি সামনে এসেছে?’ ফিরতি টুইটে সাক্ষী বলেন, ‘স্যার, ব্যক্তিগত ফরমের তথ্য লিক হয়েছে।’ এরপর বিষয়টি বুঝতে পেরে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাক্ষীকে আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিষয়টা আমার নজরে আনার জন্য ধন্যবাদ। ব্যক্তিগত তথ্য ফাঁস করা বেআইনি। অবশ্যই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’