সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীনিবাসে বিদেশির মরদেহ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রীনিবাস থেকে রাউদা আদিব (২০) নামে এক বিদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর শাহমখদুম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রাউদা আদিব হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি মালদ্বীপের নাগরিক মোহাম্মদ আদিবের মেয়ে।

নগরীর শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কলেজ ছাত্রীনিবাসের ২০৯ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওসি আরো বলেন, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। কিন্তু ছাত্রীনিবাস কর্তৃপক্ষ তা টের পান সকালে। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানান ওসি।