মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান বিয়ে কবে করবেন; প্রশ্ন সোনাক্ষীর

news-image

বিনোদন ডেস্ক : ইতোপূর্বে সালমান ভক্তরা সোনাক্ষী-সালমানের জুটি উপভোগ করেছেন। দেখেছেন তাদের কেমিস্ট্রি। তবে সিনেমায় সালমানের স্ত্রী হিসেবে অভিনয় করলেও যে তারা দুজনই এখনো ব্যাচেলর সেখবর সবাই জানেন। বয়সে সালমান সোনাক্ষীর ঢের বড়।

তবে সালমান এখনো কেন বিয়ে করছেন না, সেটা নিয়ে সব ভক্তদের যেমন মাথা ব্যাথা। তেমনি সোনাক্ষীও চিন্তা-ভাবনা কম করেন না। সেটাও বলেও দিলেন এই বলিউড নায়িকা।

সোনাক্ষী সিনহা যদি সাংবাদিক হতেন, সালমান খানকে কী প্রশ্ন করতেন? যেটা সকলেই জানতে চায়! অর্থাৎ কবে বিয়ে করবেন ভাইজান!

আগামী ছবি ‘নুর’এ সোনাক্ষীর ভূমিকা সাংবাদিকের। সত্যিই সাংবাদিক হলে তারকাদের কী প্রশ্ন করতেন।

সেই প্রসঙ্গে বলেছেন, ‘‘আমার বাবাকে এমন কিছু জিগ্যেস করতাম, যার উত্তরে উনি খামোশ বলতে পারতেন না! আর সালমানের কাছে সেটাই জানতে চাইতাম, যেটা সকলেই অনেকদিন ধরে জানতে চাইছে!’

এ জাতীয় আরও খবর