সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে স্থানীয় পৌর মার্কেট প্রাঙ্গণ থেকে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা আওয়ামীলীগের অফিসের সামনে সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন শাহীন সোহান এর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান, মেহেদী হাসান হৃদয় সহ নেতৃবৃন্দ। বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মুলে ও ক্ষুদা, দারিদ্রমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে ছাত্রলীগ নেতা কর্মীদের ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।