এখনও মালয়েশিয়ায় আছে কিম জং নামের মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন এর সৎ ভাই কিম জং-নামের মরদেহ এখনও মালয়েশিয়ার কুয়ালামপুরেই আছে। নামের মৃত্যুর ৬ সপ্তাহ পরেও তার মরদেহ পরিবারের কেউ নিতে আসেননি। মঙ্গলবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামনিয়াম সথসিভাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী সুব্রামনিয়াম সথসিভাম বলেন, “কিম জং নামের দেহ পিয়ং ইয়ং-এ পাঠানো হয়নি। গুজব রটেছিল যে কিম জং নামের দেহের সৎকার করা হয়ে গিয়েছে। কিন্তু আমরা পরিবারের সম্মতি ছাড়া কিছু করব না। সরকার যতক্ষণ না কোনও সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষন দেহ কুয়ালালামপুরের হাসপাতালেই থাকবে। ”
উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-নামকে বিষাক্ত রাসায়নিক মুখে মাখিয়ে কুন করে এক ভিয়েতনামি ও এক ইন্দোনেশিয়ান। ।