জঙ্গি খালিদ মাসুদকে নিয়ে মেয়ে টিগানের বিস্ফোরক বক্তব্য
নিউজ ডেস্ক : ব্রিটেনে সাংসদের সামনে হামলার মাঝেই গুলিতে নিহত হয়ে যায় অন্যতম হামলাকারী খালিদ মাসুদ৷ ধীরে ধীরে তার পরিচয়ও উঠে আসতে থাকে৷ উঠে আসে তার পারিবারিক বিভিন্ন কথাও৷ জানা গেছে, মাসুদের কট্টর ইসলামিক মতাদর্শের সঙ্গে মাঝে মাঝেই বিরোধ বেধে যেত তার ১৮ বছর বয়সী মেয়ে টিগান হার্বের৷
এমনকি বোরখা পরার ক্ষেত্রে বাবার নির্দেশকেও টিগান অমান্য করে বলে জানা যায়৷ টিগানের মতে, তাঁর বাবার ইসলামি চিন্তাভাবনা ছিল গোঁড়া বা বলা যায় খুবই কট্টরপন্থী৷ পশ্চিমী সংস্কৃতির বিরোধিতা করে মাসুদ প্রায়ই বোরখা পরার ব্যাপারে টিগানকে বলত৷ তবে টিগান সবসময় তা অমান্য করে নিজের মতো করে নিজের জীবন সাজিয়ে নেয়৷
ছোট মেয়ে একদিকে যেখানে বাবার বিরোধিতা করছে, সেখানেই মাসুদের বড় মেয়ে অ্যান্ডি আবার কোনো বিরোধিতা না করে বাবার কথা মেনে ইসলামি রীতিনীতিকেই আপন করে নিয়ে জীবন যাপন শুরু করে৷ টিগানের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই টিগানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ অনেকেই টিগানকে সমর্থন করছে, এবং সেইসঙ্গে করছে প্রশংসাও করছে৷