মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টমেটোর ভেতর স্ট্রবেরি! ভাইরাল ছবি

news-image

অনলাইন ডেস্ক : চীনের এক ছাত্র টমেটোর ভেতর স্ট্রবেরির মতো জিনিসকে দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। এটা দেখার পর সেটাকে খেতে ভয়ও পায় ওই শিক্ষার্থী। সে এই ছবিটি সোশ্যাল মিডিয়া শেয়ার করার পরই আস্তে আস্তে ভাইরাল হয়ে পড়ে এই ফটো।

এই ঘটনাটি চীনের শেনইয়াং প্রদেশের জিয়াওবেন বিশ্ববিদ্যালয়ের ওয়াং নামক ছাত্রের সাথে ঘটেছে। এই বিষয়ে ওয়াং বলেছে আগের দিন সে সুপারমার্কেট থেকে এই টমেটো কিনেছিল। হোস্টেলে এসে টমেটো খাওয়ার পর স্ট্রবেরির মতো একটি জিনিস তার দাঁতে আঘাত করে। এটা দেখার পর ওয়াং অবাক হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করার পর জানা যায় এটা স্ট্রবেরি নয়। মনে করা হচ্ছে, এটা টমেটোর টিউমার। যার আকার স্ট্রবেরির মতো ছিল। প্রথমবার ওয়াং-এর সাথে এই ঘটনা হয়েছে তাই নয়। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের ডিন উইলসন নামের এক ব্যক্তি এই ধরনের টমেটো পেয়েছিল। সূত্র: ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর