বাংলাদেশকে ৩১২ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক :ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তাসকিন আহমেদের হ্যাটট্রিকে ৪৯.৫ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। জয়ের জন্য দ্বিতীয় ওয়ানডেতে ৩১২ রান করতে হবে বাংলাদেশকে।
স্কোর : শ্রীলঙ্কা ৪৯.৫ ওভার শেষে ৩১২/১০।
আউট হয়ে ফিরে গেছেন : মিলিন্ডা সিরিবর্ধনা (৩০), দানুস্কা গুনাথিলাকা (৯), উপুল থারাঙ্গা (৬৫), দিনেশ চান্দিমাল (২৪), কুশল মেন্ডিস (১০২), মিলিন্দা সিরিবর্ধনে (৩০) ও থিসারা পেরেরা (৯)।
৩০০ রান পেরিয়ে শ্রীলঙ্কা : ৪৮.২ ওভারে ৩০০ রান পেরিয়েছে শ্রীলঙ্কা।
মিরাজের প্রথম: আগের ওভারে ডাইভ দিয়েও মিলিন্ডা সিরিবর্ধনের ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে বোলিংয়ে এসে লঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান বাংলাদেশের তরুণ অলরাউন্ডার। অফ স্পিনারের সোজা বলে বোল্ড হয়েছেন সিরিবর্ধনে (৩০)। ম্যাচে এটি মিরাজের প্রথম উইকেট। শ্রীলঙ্কার স্কোর তখন ৫ উইকেটে ২৮০।
চতুর্থ উইকেটের পতন : দলীয় ২১৬ রানের মাথায় সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসকে ফেরান তাসকিন আহমেদ। দুর্দান্ত একটি ক্যাচ নেন তাসকিন। তাসকিনের বলে মেন্ডিস জোরালো শট নেন। বল তাসকিনের হাতে লেগে উপরে উঠে যায়। তাসকিন পেছন ফিরে দেখেন বল হওয়ায় ভাসছে। দৌড়ে গিয়ে তালুবন্দি করেন তিনি।
তৃতীয় উইকেটের পতন : দলীয় ২১২ রানের মাথায় মুস্তাফিজুর রহমানে বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দিনেশ চান্দিমাল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। যাওয়ার আগে ২২ রান করেন চান্দিমাল।
শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন : দলীয় ১২৯ রানের মাথায় মাহমুদউল্লাহর সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক উপুল থারাঙ্গা। আউট হওয়ার আগে ৬৫ রানের কার্যকরী একটি ইনিংস খেলে যান তিনি।
শুরুতেই মাশরাফির আঘাত: ইনিংসের তৃতীয় ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হানেন মাশরাফি। টাইগার অধিনায়কের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই পরাস্ত হন স্বাগতিক ওপেনার দানুসকা গুনাথিলাকা। মাশরাফির বলে স্কায়ার লেগ অঞ্চলে ক্যাচ তুলে দিলে দৌড়ে গিয়ে দারুণ দক্ষতায় সেটা লুফে নেন মুশফিকুর রহিম। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৯ রান করেন গুনাথিলাকা।
টস: বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক উপল থারাঙ্গা টস হেরে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে।
একাদশে পরিবর্তন নেই: প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশে পরিবর্তন: শ্রীলঙ্কা একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। পেসার নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপের সঙ্গে দলে এসেছে স্পিন অলর্উান্ডার দিলরুয়ান পেরেরা। একাদশের বাইরে লাহিরু কুমারা, সচিত পাথিরানা ও লাকশান সান্দাকান।
থারাঙ্গা ২০০: শ্রীলঙ্কার ১২তম ক্রিকেটার হিসেবে আজ ২০০তম ওয়ানডে ম্যাচ খেলছেন উপল থারাঙ্গা।
১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে দুই দল ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। ১টি ড্র বাদে বাকি ৫টি জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
বৃত্ত ভরাট হবে তো?: এশিয়ার তিন বিশ্বচ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। আজ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলে বৃত্ত ভরাট হবে।