ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টিকেট কালোবাজারী আটক
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তিন টিকেট কালোবাজারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সকালে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ১৬টি টিকেট উদ্ধার হয়। আটককৃতরা হলো পৌরশহরের উত্তর মৌড়াইল এলাকার কালু মিয়া (২৮), আবুল কালাম (৩২) ও ধিরাজ মিয়া (৪০)।
রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একটি দল সকালে স্টেশনে অভিযান চালায়। এসময় কালোবাজারে টিকেট বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। আখাউড়া রেলওয়ে সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: পারভেজ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।