নবীনগরে দূর্নীতি বিরোধী সচেনতায় চিত্রাংকন প্রতিযোগিতা
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহে বিভিন্ন কর্মসূচীর মধ্যে গতকাল মঙ্গলবার(২৮/৩) পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহনে উন্মত্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা। দূর্নীতি বিষয়ের উপর বক্তব্য রাখেন, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মো. মোকারম হোসেন, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, সহ-সভাপতি মাহাবুব আলম লিটন, আমেনা খাতুন, সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রভাষক মো. ইকবাল হোসেন, প্রভাষক শিউলী পারভিন, আব্বাস উদ্দিন হেলাল, সাংবাদিক মনির হোসেন প্রমূখ। দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ইতিমধ্যে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ মাঠে নজরুল ইসলাম কাজল রচিত ‘শপথ’ নামে একটি ডিসপ্লে পরিবেশিত হয়। ডিসপ্লে-তে অংশ নেন মাহাবুব আলম লিটন, তানভির মৃধা, ও সুভাষ সুক্রধর। আগামী ৩০ মার্চ স্থানীয় ইচ্ছাময়ী পাইলট বালিকা বিদ্যালয়ে সততা সংঘের আলোচনা সভা, শুক্রবার জুম্মায় মসজিদে ইমামের দুর্নীতি বিরোধী বক্তব্য প্রদান, ১ এপ্রিল মানববন্ধন ও সাংবাদিক ও সুধী সমাজের সাথে প্রেসক্লাবে মতবিনিময় ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।