সিনেমার প্রতি বাঁধনের আগ্রহ
বিনোদন প্রতিবেদক : লাক্সতারকা আজমেরী হক বাঁধন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন এ অভিনেত্রী। এরপর অল্প সময়ের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ৯টি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত বাঁধন।
এগুলো হচ্ছে- ‘অবাক দিনরাত্রি’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘ঝামেলা আনলিমিটেড’, ‘ল্যাম্পপোস্ট, ‘সোনার শেকল’, ‘এসএম দুলালের টাউট প্লাস’, ‘পোস্টমর্টাম’, ‘স্বদেশ স্যারের গৃহপালিত এলিয়েন’।
এর মধ্যে একাধিক ধারাবাহিক বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। নাটক ছাড়াও ডেন্টাল সোসাইটির মেম্বার হিসেবে কাজ করছেন তিনি। টিভি পর্দায় নিয়মিত অভিনয় করলেও সিনেমায় অভিনয়ের সুযোগ এখনও হয়নি তার। সম্প্রতি সেই ইচ্ছা পূরণের কথাই জানিয়েছেন এ তারকা।
তিনি বলেন, ‘অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করতে চাই। পছন্দমতো চরিত্র হলে সিনেমাতেও অভিনয় করব।’