পাকিস্তানের কমার্শিয়াল ব্যাঙ্কের প্রধান হিসেবে প্রথম নারী তিনি!
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অর্থনীতি বৃদ্ধি পেলেও দেশের নাগরিকদের আর্থিক উন্নতি কিন্তু তলানিতে এসে ঠেকেছে। এমন অবস্থায় পাকিস্তানের তৃতীয় বৃহত্তম ঋণদায়ী ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসারের পদে দায়িত্ব নিলেন সীমা কামিল। গত সোমবার পাকিস্তানের এই কমার্শিয়াল ব্যাঙ্কের প্রধান হিসেবে তিনি বিবেচিত হন। আগামী ১জুন থেকে তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করবেন।
পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের সভাপতি জানিয়েছেন, কমার্শিয়াল ব্যাঙ্কের প্রধান হিসেবে এই প্রথম কোন নারী এই পদে আসতে চলেছেন। তিনি আরও জানিয়েছেন, দেশের ব্যাঙ্ক এবং কর্পোরেট সেক্টরের জন্য এটি একটি বিশাল বড় পদক্ষেপ। এর পাশাপাশি তিনি সীমা কামিলের প্রশংসাও করেছেন।
পাকিস্তানের নারীরা যেখানে তাদের অধিকার রক্ষার জন্য দিনের পর দিন যুদ্ধ করে সমাজের বিরুদ্ধে৷ তাদের কাছে সীমা একজন পথপ্রদর্শক এবং অনুপ্ররণাকারী। ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেডের হেড কোয়ার্টার করাচিতে৷ ১৫,০০০ লোক এই ব্যাঙ্কটির বিভিন্ন বিভাগে কাজ করেন। আমেরিকা, কাতার এবং আরবসহ ১৫টি দেশে এই ব্যাঙ্কের শাখা রয়েছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।