সৌম্য সরকারের বিদায়
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৯ রান। তামিম ইকবাল ১৪ এবং সাব্বির রহমান ০ রান নিয়ে ব্যাট করছেন।
শনিবার রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জয়লাভ করেন লংকান অধিনায়ক উপল থারাঙ্গা।
তিনি বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তাদের জুটিতে আসে ২৯ রান। এরপর সৌম্য ব্যক্তিগত ১০ রান করে সুরঙ্গা লাকমালের বলে সাজঘরে ফেরেন।
এদিকে এই ম্যাচে অভিষেক হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: দানুস্কা গুনাথিলাকা, উপল থারাঙ্গা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকসান সান্দাকান, মিলিন্দা শ্রীবর্ধনে ও লাহিরু কুমারা।