সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমীর দুই যুগ

বিনোদন প্রতিবেদক : ১৯৯৩ সালের ২৫ মার্চ, শুক্রবার। সেদিনই চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা প্রথম রূপালী পর্দায় প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে প্রথম দেখতে পান ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে। এটি নির্মাণ করেছিলেন সোহানুর রহমান সোহান এবং সিরাজুল ইসলাম, সুকুমার রঞ্জন ঘোষ ‘আনন্দমেলা সিনেমা লিমিটেড’র ব্যানারে প্রযোজনা করেছিলেন। তার সঙ্গে জুটি হয়েছিলেন এই চলচ্চিত্রে প্রয়াত অমর নায়ক সালমান শাহ। প্রথম চলচ্চিত্র দিয়েই মৌসুমী দর্শকের মনে প্রিয় নায়িকা হিসেবে স্থান করে নেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’র মুক্তির দিন থেকে আজকের দিন পর্যন্ত চলচ্চিত্রে অভিনয়ে মৌসুমী দুই যুগ পূর্ণ করলেন। দুই যুগে মৌসুমী অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আবার মৌসুমী নিজেও চলচ্চিত্র নির্মাণ করেছেন।

চলচ্চিত্রে নিজের দুই যুগ পূর্ণ হওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘দেখতে দেখতে এতোটা বছর পেরিয়ে গেলো ভাবাই যায় না। আজ ভীষণভাবে মনে পড়ছে আব্বুর কথা। মনে পড়ছে আমার প্রথম চলচ্চিত্রের হিরো সালমানের এবং মান্না ভাইয়ের কথা। কৃতজ্ঞ ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ভাইয়ের কাছে যার ক্যামেরা দিয়ে আমাকে প্রথম দেখেন এবং পরবর্তীতে রফিকুর রহমান রেকু ভাই। কৃতজ্ঞ ক্যাসেন্ড্রা লিমিটেডর প্রধান শাকিব লোহানী, পরিচালক সোহান ভাই, যাদের চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছি চাষী ভাই, নারগিস আপা এবং রাজ’র প্রতি। কৃতজ্ঞ পাঠকপ্রিয় ম্যাগাজিন আনন্দ বিচিত্রা, সিনেমা, প্রিয়জন, চিত্রালী এবং সাংবাদিক বড় ভাই শ্রদ্ধেয় আওলাদ ভাই। আমার মা, দুই বোন ইরিন, স্নিগ্ধা আমার পাশে থেকেছে সবসময়। আর যে মানুষটির ভালোবাসায় এবং সহযোগিতায় আমি পরিপূর্ণ তিনি আমার সকল সুখ দুঃখের সাথী আমার স্বামী ওমর সানী। আমার দুই সন্তান ফারদিন এবং ফাইজাহর জন্য দোয়া করবেন সবাই।’

আফজাল হোসেন নির্দেশিত ‘সুন্দরী প্রিন্ট শাড়ি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও ঐ সময় চারিদিকে হৈ চৈ ফেলে দেন মৌসুমী। এই বিজ্ঞাপনের সুমনা হকের কন্ঠের ‘প্রিয় প্রিয় সুন্দরী, সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী’ জিঙ্গেলটি ছিলো সবার মুখে মুখে। মৌসুমী প্রসঙ্গে আফজাল হোসেন বলেন,‘ সেই সময় আমার সঙ্গে যারা কাজ করেছিলো প্রত্যেকেই সংস্কৃতি অঙ্গনে তার কর্ম দিয়ে বেশ বড় জায়গা করে নিয়েছে। মৌসুমীও ঠিক তাই। কোন কোন মানুষ একধরনের বিশেষত্ব নিয়ে জন্মায়, নায়িকাদের মধ্যে মৌসুমীর সেই বিশেষত্ব আছে। অনেকের চেহারায় ঈশ্বর প্রদত্তও কিছু বিষয় থাকে, যাকে দেখে কিংবা না দেখেও দর্শক তাকে পছন্দ করে। মৌসুমীর ক্ষেত্রেও ঠিক এমনই ঘটেছে।’

মৌসুমী প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলেন, ‘মৌসুমী মৌসুমীই। মৌসুমী এমনই একজন মানুষ যে কী না মানুষকে মূল্যায়ন করতে জানে, মানুষকে সম্মান দিতে জানে।’ মৌসুমী বর্তমানে মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ এবং এ কে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক দুই ভূয়া সাংবাদিক, মামলা

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনগণকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান জানালেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি : শ্যামল

বাঞ্ছারামপুরে শিক্ষকের ব্যতিক্রমী  রাজকীয় বিদায় সংবর্ধনা 

ভার্জিনিয়ার ফোবানা থেকে সংগৃহীত অর্থ যাবে বানভাসিদের কাছে

নিউ ইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির জমকালো অভিষেক

একদিনে আরও ৪৬৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

অনিশ্চয়তার মুখে তসলিমা নাসরিনের ভারতে অবস্থান

হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

৫৬ সদস্যের নাগরিক কমিটির আত্মপ্রকাশ

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ও মিসরীয় পেঁয়াজে ঝুঁকছেন ক্রেতারা