শাহরুখকে কারণ দর্শানোর নোটিশ
বিনোদন ডেস্ক : বলিউড তারকা শাহরুখ খানকে একটি অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আইপিএল-সংক্রান্ত লেনদেনে বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখকে শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এ নোটিশ দিয়েছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়। নোটিশ পেয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী খান, কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলা-সহ অন্য কর্তারাও।
ইডি জানিয়েছে, শাহরুখদের সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডকেও (কেআরএসপিএল) নোটিশ ধরিয়েছে তারা। এই সংস্থার ডিরেক্টর গৌরী। তাদের অধীনেই কেকেআর। অভিযোগ, বছর আট-নয় আগে কেআরএসপিএল এর ৯০ লাখ শেয়ার ১০ টাকা দরে মরিশাসের সংস্থা দ্য সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে বিক্রি করে দেওয়া হয়েছিল। অথচ সেই সময়ে প্রত্যেক শেয়ারের দর যাচ্ছিল ৮৬ থেকে ৯৯ টাকা।
ইডি’র দাবি, এই ক্ষতির জেরে সরকার ৭৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যর বিদেশি মুদ্রা কম পেয়েছিল। একাধিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্ত করে দেখা হয়, ইচ্ছাকৃতভাবে শেয়ারের দাম কম দেখিয়ে অন্যত্র টাকা সরানো হয়েছে কি না। ২০০৮-০৯ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে অনুসন্ধান শুরু করে ইডি। শাহরুখের একাধিক বার বক্তব্যও নেয় তারা। নোটিশের ১৫ দিনের মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে।