আশুগঞ্জের মেঘনা নদী থেকে যুবতীর লাশ উদ্ধার॥
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে পা বাধা অবস্থায় অজ্ঞাত (২৫) যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, বেলা ১১টার দিকে মেঘনা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় পাথরের পার্শ্বে একটি লাশ ভেসে উঠতে দেখে খবর দিলে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটির দুটি পা রশি দিয়ে বাধা অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশ বিকৃত হয়ে যায়। ধারনা করা হচ্ছে কেউ মেয়েটিকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। মেয়েটির কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে লাশটি কয়েকদিন আগের। আমরা ধারনা করছি অন্য কোন যায়গা থেকে এটি ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে।