বিনা পারিশ্রমিকে কাজ করলেন সুস্মিতা
বিনোদন ডেস্ক : একসময় লাখো পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি। বাঙালি পরিবারে জন্ম হলেও দাপিয়ে বেড়িয়েছেন গোটা বলিউড। তিনি ১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাবপ্রাপ্ত সুস্মিতা সেন। সুস্মিতা সেনকে শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখার্জির ‘নির্বাক’ চলচিত্রে। তবে আবারও ফিরছেন এই অভিনেত্রী। ডিএনএ ইন্ডিয়ার খবর অনুযায়ী সুস্মিতা সেন ফিরছেন একটি সল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নিয়ে। যার শিরোনাম “দ্য স্টোরি অব অল অব আস” বা আমাদের সবার গল্প।
ছবিটি পর্দায় নিয়ে আসছে ওয়াইল্ড লাইফ কনভারসেশন ট্রাস্ট (ডব্লিউসিটি)। তবে এই চলচ্চিত্রটির জন্য কোনো পারিশ্রমিক নেননি এই অভিনেত্রী। তাই ডব্লিউসিটি’র প্রেসিডেন্ট ডক্টর অনীশ আন্ধেরিয়া নিজের তোলা একটি ছবি উপহার দিয়েছেন সুস্মিতাকে।
সুস্মিতা সেন ছবিতে কণ্ঠ দিয়েছেন সামাজিক উপলব্ধিমূলক একটি কবিতায়। ড. আন্ধেরিয়া বলেন, “সুস্মিতা বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে সাহায্য করতে ইচ্ছুক। বন এবং বন্যপ্রাণী নিয়ে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা তাঁর সঙ্গে ভাগাভাগি করেছি। তিনি বন এবং বন্যপ্রাণী বৃদ্ধিতে সচেতনতা ছড়িয়ে দিতে উৎসাহ দেখিয়েছেন। তিনি প্রায় তিন মিনিট ধরে প্রকৃতি মায়ের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের ক্ষেত্রে তাঁর বিশ্বাসগুলোর কথা তুলে ধরেন এবং সেটাও কোনো স্ক্রিপ্ট ছাড়াই। ওয়াইল্ড লাইফ কনভারসেশন ট্রাস্ট তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।’
আন্ধেরিয়া জানান ‘দ্য স্টোরি অব অল অব আস’-এর ফলাফলে তিনি খুশি। বলেন, ‘আমি মনে করি এর মাধ্যমে ভারতের বিশাল বন এবং তার বন্যপ্রাণী রক্ষার আবেগ সবার হৃদয়ে ছড়িয়ে যাবে। এমনকি আমি আশা করছি এই ছবিটি বিশ্বের সব দর্শকের মধ্যে একটি আবেদন তৈরি করবে। এখনই সময় আমাদের গ্রহের বনগুলোকে আঘাত থেকে রক্ষা করার। যদি আমারা এটা করতে ব্যর্থ হই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কখনই আমাদের ক্ষমা করবে না। বন এবং বন্যপ্রাণী ছাড়া আমাদের এই গ্রহ একটি প্রতিকূল জায়গা হয়ে উঠবে। তখন পানি, বাসস্থান এবং খাবারের জন্য যুদ্ধ শুরু হবে।’