শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ডাক পেলেন মিরাজ
ইমার্জিং এশিয়া কাপে শুরুতে স্কোয়াডে ঢুকেছিলেন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে খেলা অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এই স্কোয়াডের সংখ্যা দাঁড়ালো ১৭-তে। এরমধ্য দিয়ে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রইলেন তরুণ এই অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকেই এই পরিবর্তনের কথা জানিয়েছে। তাই কলম্বোর উদ্দেশে আজকেই দেশ ছাড়ার কথা অফ স্পিনার মিরাজের। যিনি টেস্টে নিয়মিত খেললেও ওয়ানডেতে এখনও খেলার সুযোগ পাননি।
এদিকে মিরাজ চলে যাওয়ায় ইমার্জিং কাপে ডাক পেয়েছেন অফব্রেক বোলার নাঈম হাসান। চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেক হওয়া এই ক্রিকেটার এই মৌসুমেই জাতীয় লিগে খেলেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও খেলেছেন তরুণ এই ক্রিকেটার।
শ্রীলঙ্কায় বাংলাদেশের ওয়ানডে মিশন শুরু হবে ২৫ মার্চ। এরপর ২৮ মার্চ ও ১ এপ্রিল বাকি দুটি ওয়ানডে খেলবে সফরকারীরা। ওয়ানডে শেষে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি দিয়ে ৪০ দিনের সফর শেষ করবে মাশরাফি-মুশফিকরা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ।