কান সঞ্চালনায় মনিকা
বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের শুরু ও শেষ আয়োজনের সঞ্চালককে বলা হয় ‘মাস্টার অব সেরিমনিস’। কিন্তু এবার একজন নারীকে এ দায়িত্বটি দেয়া হয়েছে। তিনি হচ্ছেন বিখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তাই মনিকাকে ডাকা হচ্ছে ‘মিস্ট্রেস অব সেরিমনিস’। ৭০তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি।
১৪ বছর পর আবার এই দায়িত্ব দেয়া হলো তাকে। সবশেষ ২০০৩ সালে এ দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তিনি। ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে জমকালো উৎসবটি শুরু হবে আগামী ১৭ই মে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনার পাশাাশি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান পেড্রো আলমোডোভার ও তার নেতৃত্বাধীন জুরিদের মঞ্চে স্বাগত জানাবেন মনিকা।
উল্লেখ্য, ২০০০ সালে স্টিফেন হপকিন্সের ‘আন্ডার সাসপিশান’ ছবির সুবাদে প্রথমবার কানের সিঁড়িতে পা রাখেন এ গ্ল্যামার লেডি। এটি প্রদর্শিত হয় প্রতিযোগিতা বিভাগের বাইরে। এর দুই বছর পর আবার দক্ষিণ ফ্রান্সের শহরটিতে আসেন ইতালিয়ান এই রূপবতী। ২০০২ সালে তার অভিনীত গ্যাসপার নো’র ‘ইরেভারসিবল’ কানের প্রতিযোগিতা বিভাগে ব্যাপক আলোচিত ও বিতর্কিত হয়। ২০০৩ সালে মনিকা ছিলেন কানের উপস্থাপনায়। ২০০৬ সালে হংকংয়ের নির্মাতা ওঙ কার-ওয়াইয়ের নেতৃত্বে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্যানেলে ছিলেন এ অভিনেত্রী। এর দুই বছর পর উৎসবে নির্বাচিত হয় তার অভিনীত মার্কো তুলিও গিওরদানার ‘ওয়াইল্ড ব্লাড’ এবং মেরিনা ডি ভ্যানের ‘ডোন্ট লুক ব্যাক’ ছবি দুটি। ‘জেমস বন্ড’ সিরিজের সবচেয়ে বেশি বয়সী বন্ডকন্যা মনিকা বেলুচ্চির নতুন ছবি ‘অন দ্য মিল্কি রোড’ পরিচালনা করেছেন এমির কুস্তুরিকা। এটি ফ্রান্সে মুক্তি পাবে এ বছরের ১২ই জুলাই।