আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের সংঙ্গে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল আয়ারল্যান্ড। তবে বুধবার আফগাদের তিন উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় ফিরছে দলটি।
টস জিতে আজ শুরুতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। দলটির ছুড়ে দেওয়া ২২১ রানের জবাবে সাত উইকেট হারিয়ে ও ১৯ বল বাকি থাকতে জয় পায় উইলিয়াম পোর্টারফিল্ডের আয়ারল্যান্ড।
শুরুতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২০ রান করে আফগানরা। আইরিশ বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। কিন্তু নবীর ৪১, শফিকুল্লা ৪২ এবং দাওলাত জাদরান ৪১ করলে লড়াই করার মতো পুঁজি পায় তারা। বল হাতে আইরিশ বোলার ও’ব্রাইন একাই নেন চারটি উইকেট।
খেলতে নেমে কেভিন ও’ব্রাইনের অপরাজিত ৭২ রানে ভর করে জয় তুলে নেয় আইরিশরা। গ্রে উইলসন করেন ৪১ রান। শুরুতে নামা জয়েসি ২৪ ও স্টারলিং করেন ২৮ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান গ্যারি উইলসনের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী চারটি উইকেট নেন।