বাংলায় সবকিছু মিলছে ‘বাংলা স্টোর’ অ্যাপে
নিজস্ব প্রতিবেদক : আবহমান বাংলার সংস্কৃতি, শিক্ষা, বিনোদন এবং ঐতিহ্যকে ডিজিটালি মানুষের কাছে পৌঁছে দিতে চালু হল ‘বাংলা স্টোর’ নামে একটা বাংলা অ্যাপ্লিকেশন। বাংলা কনটেন্ট দিয়ে অ্যাপটি স্টোরটি সাজানো হয়েছে। অ্যাপটি ডেভেলপ করেছে অ্যারেনা ফোন বিডি লিমিটেড।
‘লোকাল কন্টেন্ট ফর লোকাল পিপল’ এই শ্লোগান নিয়ে তৈরি অ্যাপটিতে রয়েছে বাংলাদেশি ওয়াল পেপার, বাংলা গান, নাটক, সিনেমা, কৌতুক, ইসলামিক, শিক্ষামূলক ভিডিও, মোবাইলে ব্যবহারের জন্য বাংলা অ্যাপ্লিকেশন এবং গেমস।
এছাড়াও অ্যাপটিতে রয়েছে বাংলায় ই-বই, ম্যাগাজিন এবং নিত্যনতুন খবরসহ জীবনযাপন সম্পর্কিত নানান ধরনের ডিজিটাল সেবা।
অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা শুধু ইন্টারনেট অথবা ওয়াইফাই সংযোগ থাকলেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ফ্রি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন।
১০০০ অধিক বাংলা কন্টেন্ট ডাউনলোড করা যাবে যত খুশি ততবার সম্পূর্ণ ফ্রিতে। রবি সংযোগ ব্যবহারকারীরা প্রিমিয়াম কন্টেন্ট ক্রয় করতে পারবেন। যেটা তাদের মোবাইল ব্যালেন্স থেকে চার্জ করা হবে।
গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে যেতে হবে : https://play.google.com/store/apps/details?id=com.arena.bangla.store এই ঠিকানায়।