নাসিরনগরে পরিবার পরিকল্পনা বিষয়ে অ্যাডভোকেসি সভা
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ বুধবার প্রসব পরবর্তী স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এজেন্ডার হেলথের মায়ের হাসি-২ প্রকল্পের সহযোগিতায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এজেন্ডার হেলথের প্রতিনিধি মোঃ আবদুল কাইয়ুমের পরিচালনায় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) অরবিন্দ দত্ত,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,ভলাকুট ইউপি চেয়ারম্যান ্এসএম বাকি বিল্লাহ জুয়েল,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজাহারুল হক । অ্যাডভোকেসি সভায় জনপ্রতিনিধি,ইমাম,শিক্ষকসহ উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার ১৩০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।