পরীমনির নতুন প্রস্তুতিতে
বিনোদন প্রতিবেদক : দেশীয় চলচ্চিত্রে যখন নায়িকা সংকট শুরু হয় তখনই এক ডানাকাটা পরীর আর্বিভাব হয়। চলচ্চিত্রে তার উপস্থিতি এনে দেয় নতুন মাত্রা। নাম তার পরীমনি। এ পর্যন্ত তার অভিনীত বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। ‘মহুয়া সুন্দরী’, ‘পুড়ে যায় মন’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘রক্ত’ কিংবা ‘কত স্বপ্ন কত আশা’ ছবিগুলোতে অনবদ্য অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন এ নায়িকা। আর এরপর থেকে ব্যস্ততার পথ ধরেই হাঁটছেন। এ সময়েও বেশ ব্যস্ত তিনি।
এদিকে বাজার খারাপ হওয়ার কারণে অনেকের মতে কোনো ছবিই এখন তেমন ব্যবসা করছে না। এ বিষয়ে পরীমনির কি অভিমত জানতে চাইলে বলেন, প্রথমত আমি একজন প্রযোজক না। তবে একজন শিল্পী হিসেবে বলতে পারি, এখানে ব্যবসা না থাকলে একটি ছবিতে প্রযোজনা করার পর প্রযোজক চলে যেতেন। ব্যবসা না থাকলে এই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থাকত না। প্রযোজকরা একের পর এক ছবি নির্মাণ করছেন। নাহলে এত ছবি আমিও করতে পারতাম না কিংবা আমাকে প্রযোজকরা নতুন ছবিতে কাস্ট করতেন না। কথাগুলো বলে বেশ হাসলেন পরী। যেমনটা সবসময়ই হাসেন। আর এ হাসি তার সহজাত।
আশেপাশে সুখের আবেশ ছড়ায়। তবে শুধু হাসিমাখা মুখই নয়, চেহারা ও শারীরিক গড়নে অত্যন্ত আকর্ষণীয় এ অভিনেত্রীকে যেকোনো চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে খুব কষ্টও করতে দেখা যায়। বিশেষ করে ‘রক্ত’ ছবিতে তার অ্যাকশন দৃশ্য দর্শকরা পছন্দ করেছেন। এমনকি মুক্তি পেতে যাওয়া মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিতে তাকে নতুন লুকে দেখবেন দর্শক। সামনে পরীর আরো মুক্তি পাবে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’সহ বেশকিছু ছবি।
এ ছবিগুলো নিয়ে কতটুকু আশাবাদী এ নায়িকা তা জানতে চাইলে বলেন, মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ আমার শিল্পী জীবনের জন্য আলাদা একটা পার্ট। শুধু নায়িকা হিসেবে না, নায়িকার বাইরেও দর্শক যে অ্যাক্টিং দেখতে চান সেটা আমি হয়তো এ ছবিতে পেরেছি। ‘অন্তর জ্বালা’ ও ‘স্বপ্নজাল’ আমার কাছে বিশেষ দুটি ছবি। যা আমাকে অন্য দশটা ছবি থেকে আলাদাভাবে অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবে। কয়েকদিন পরই কলকাতার একজন পরিচালক ঢাকায় আসবেন। তার ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে বলেও জানান পরীমনি। এছাড়া মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয়ছোঁয়া ভালোবাসা’, শামীমুল ইসলাম শামীমের ‘চাঁদনী’, শাহ আলম মণ্ডলের ‘দম’, ওয়াকিল আহমেদের ‘বউ’সহ নতুন বেশকিছু ছবিতে কাজ করবেন পরী। আর তার অভিনীত অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’, শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ ছবিগুলো মুক্তির জন্য প্রস্তুত। কয়েকদিন আগেও একের পর এক ছবিতে অভিনয় করতে দেখা গেছে পরীমনিকে।
তবে এখন একটু আলাদাভাবে নিজেকে তৈরি করছেন। কারণ ছবিতে অভিনয় করার পাশাপাশি বর্তমানে তার কাজের অভিজ্ঞতাটাও বেড়েছে। দর্শকের কথা মাথায় রেখে বিশেষ দিবসে বিশেষ ছবি তিনি উপহার দিতে চান। এই যেমন ঈদের ছবি। এবারের ঈদে তার অভিনীত কোনো ছবি আসবে কি-না জানতে চাইলে পরীমনি বলেন, এখন কিছুই বলা যাচ্ছে না। আমার অভিনীত ‘স্বপ্নজাল’ ছবিটি আসবে বছর শেষে। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। আর ঈদের ছবি বা বিশেষ কোনো উৎসবের ছবি নিয়ে বলতে চাই- এতদিন দর্শকের চাহিদা বুঝতে পারিনি। প্রতিটা উৎসবে দর্শক বিশেষ ছবি দেখতে চান। সবসময় আগেই ঘোষণা হয়ে যায়, এটা ঈদের ছবি। সারা বছরের দর্শকের পাশাপাশি ঈদে দর্শকের সংখ্যাটা আরো বেড়ে যায়। আলাদা কিছু দর্শক এ সময় পরিবার নিয়ে বাড়তি বিনোদন নেয়ার আশায় প্রেক্ষাগৃহে ছবি দেখেন। যারা ঈদের ছবি বানান তারাও সেই চেষ্টাটা করেন। তাই বিশেষ দিনগুলোকে টার্গেট রেখে সামনে ছবি করতে চাই। এ বিষয়টিকে ঘিরেই এখন থেকে নতুনভাবে প্রস্তুতি নেবো।