ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর থেকে ইয়াবা ট্যাবলেটসহ সুমন মিয়া (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সরাইল উপজেলার শাহবাজপুরের দীবপুর গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। বিজয়নগর থানার ওসি (তদন্ত) কবীর হোসেন জানান, আজ সকালে সুমন বিজয়নগর থেকে ইয়াবা নিয়ে ভৈরব যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দুরা জ্বিলানী পাম্পের কাছ থেকে তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।