রূপালি পর্দায় দেখা যাবে হিলারি ক্লিনটনকে!
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় হয় হিলারি ক্লিনটনের। এবার সেই পরাজিত হিলারি ক্লিন্টনের জীবনের ছোট একটি অংশ নিয়ে তৈরি হচ্ছে ছবি। তবে রূপালি পর্দায় সেই ছবিতে দেখা যাবে মাত্র ২২ বছর বয়সী হিলারি ক্লিনটনকে।
জানা গেছে, ‘হোয়েন আই অ্যাম আ মথ’ নামের ছবিটিতে দেখা যাবে মাত্র ২২ বছরের তরুণী হিলারিকে। ওয়েলেসলি কলেজের জীবন হতে শুরু করে আইন স্কুলে পড়ার দিনগুলোও থাকবে ওই ছবিতে। এই সময় তিনি প্রায়ই ঘুরতে যেতেন আলাস্কায়। সব অদ্ভুত কাজ করেছেন তখন। এমনকি ‘স্যামন ক্যানারি’তে মাছ কাটাকুটিও করতেন তিনি।
অ্যাডিসন টিমলিনকে দেখা যাবে ২২ বছর বয়সী তরুণী হিলারির চরিত্রে। ছবিটির রচনা ও পরিচালনা করবেন মাগডালেনা জিজ্যাক এবং জ্যাকরি কোটলার। ইতোমধ্যেই প্রযোজনার কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।