দেশে ডেনিম শিল্পে খরচ হচ্ছে ১৮ বিলিয়ন লিটার পানি
একটি জিন্স ট্রাউজার পরিস্কারে খরচ হয় ১’শ লিটার পানি। দেশের ডেনিম শিল্পে বছরে খরচ হয় ১৮ বিলিয়ন লিটার পানি। এছাড়া ট্যানারি, কৃষি ও অন্যান্য শিল্পে যে পরিমাণ পানি খরচ হয় তা সম্পদ ও পরিবেশ দূষণ বিবেচনায় অর্জিত বৈদেশিক মুদ্রার তুলনায় অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। টেকসই অর্থনীতির সঙ্গে পানি সম্পদের গুরুত্ব রাজনৈতিক নেতৃত্বের কাছে পরিস্কার না হওয়ার কারণে এ সম্পদ রক্ষায় বিকল্প প্রযুক্তি ব্যবহারে কোনো সুদূরপ্রসারি পরিকল্পনা নেওয়া সম্ভব হচ্ছে না। একারণেই একজন জনপ্রতিনিধি সম্প্রতি বলেছেন, যে দেশে সুন্দরবন নেই সে দেশ কি চলে না? এধরনের মন্তব্য কোনো উন্নত দেশের জনপ্রতিনিধি করলে তাকে আইনের মুখোমুখি দাঁড়াতে হত কি না তা হয়ত বিতর্কের বিষয়। তবে আশার কথা এই যে পানি সম্পদের গুরুত্ব বিবেচনায় খোদ উদ্যোক্তারা বিকল্প প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছেন। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা থাকলে বুড়িগঙ্গা সহ বিভিন্ন নদী দূষণের হাত থেকে বাঁচানো এখনো সম্ভবপর হয়ে উঠতে পারে।
দেশের পোশাক রফতানি খাতের উদ্যোক্তারা পানির পরিবর্তে বস্ত্র পরিস্কারে লেজার প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন। এরফলে বিশাল পরিমাণ পানি অপচয় সম্ভব হচ্ছে। ডেনিম এক্সপার্টস লিমিটেডের প্রধান নির্বাহি মুস্তাফিজ উদ্দিন মিডিয়াকে জানান, ২০১৫ সাল থেকে তারা পানির পরিবর্তে লেজার প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন।
বুটিক শিল্পের সঙ্গে জড়িত এমন উদ্যোক্তারা জানান, কাপড়ে পানি ও রাসায়নিক ব্যবহার এর নকশা ও রংয়ের ওপর নির্ভর করে। বস্ত্রের ক্রেতা কোন বয়সী তারওপর নির্ভর করে তারা উজ্জ্বল নাকি অনুজ্জ্বল পোশাক ক্রয় করবেন। বস্ত্রশিল্পে পানি, রং, রাসায়নিক ব্যবহার ক্রেতার পছন্দের ওপর অনেকটা নির্ভরশীল।
মুস্তাফিজ উদ্দিন আরো জানান, সাধারণত নীল রংয়ের একটি ডেনিম বা জিন্সের ট্রাউজার পুরোপুরি ক্রেতার জন্যে ক্রয়যোগ্য করে তুলতে ১’শ লিটার পানি খরচ হয়। কিন্তু লেজার প্রযুক্তি ব্যবহার করায় এক্ষেত্রে ৩০ শতাংশ পানি বাঁচানো সম্ভব হয়েছে। বেশ কয়েকটি ডেনিম শিল্প লেজার প্রযুক্তি ব্যবহার করছে এবং এর পাশাপাশি বস্ত্র শোধনে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। পরিবেশ নিয়ে সচেতন এমন ক্রেতা ও বিক্রেতার চিন্তার পরিবর্তন উদ্যোক্তাদেরকেও প্রযুক্তি ব্যবহারে পরিবর্তন আনতে বাধ্য করেছে।
বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ফুটবল তারকা আব্দুস সালাম মুর্শেদি জানান, পরিবেশ, ক্রেতার সচেতনতা ও পানির অপচয় রোধ ইত্যাদি বিবেচনা করেই উদ্যোক্তারা লেজার প্রযুক্তি ব্যবহার করছেন। শিল্পের জন্যেও লেজার প্রযুক্তি ব্যবহার বিপ্লব বটে। এভাবে পুরো শিল্প উদ্যোক্তারা সচেতন হলে প্রযুক্তি ব্যবহার করে পানি ও রাসায়নিক ব্যবহার কমানোর পাশাপাশি তারা উৎপাদন খরচ হ্রাসে সক্ষম হবেন। সময় বাঁচবে। বস্ত্রের গুণগত মানে কোনো হেরফের হবে না। উৎপাদন হার বৃদ্ধি পাবে।
বাংলাদেশের পোশাক শিল্পে ডেনিম একটি অন্যতম পণ্য। ১২০টি দেশে উদ্যোক্তারা ৪’শ কারখানায় বছরে ১৮০ মিলিয়ন পিস ডেনিম উৎপাদন করে রফতানি করছেন। ২৬ জন ডেনিম উদ্যোক্তা ইতিমধ্যে ৯’শ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। বাংলাদেশ ২০১৫ সালে ৪৩০ মিলিয়ন ডলার মূল্যের ডেনিম যুক্তরাষ্ট্রে রফতানি করে। ২০২১ সাল নাগাদ দেশের ডেনিম রফতানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরে দেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদান ছিল সাড়ে ২৫ বিলিয়ন ডলার। ২০২১ সালে এ ধরনের অবদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ বিলিয়ন ডলার। ২০২০ সালে বিশ্বে ডেনিমের চাহিদা বৃদ্ধি পাবে ৬৪ দশমিক ১ বিলিয়ন ডলার। গত বছর এ বিশ্বে ডেনিমের চাহিদা ছিল ৫৬ দশমিক ২০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বর্তমানে ৩০ ডেনিম কারখানা রয়েছে। বিজিএমসি ৫৬৮ কোটি টাকা বিনিয়োগে একটি ডেনিম কারখানা করতে যাচ্ছে। দেশে ডেনিমের চাহিদা বছরে ৮’শ মিলিয়ন গজ, উৎপাদিত হচ্ছে ৪৩৫ মিলিয়ন গজ।
উন্নত দেশে শিল্পকারখানায় পানির ব্যবহার প্রায় ৫০ ভাগ। তবে ব্যবহৃত পানি পুনরায় পরিশোধন করে ছেড়ে দেওয়ায় দূষণের মাত্রা কম। অথচ উন্নয়নশীল দেশে ৪ থেকে ১২ ভাগ পানি শিল্পে ব্যবহারের পর তা পরিশোধন না করেই নদী সহ অন্যান্য স্থানে ফেলে দেওয়া অনেক বেশি দূষণ সৃষ্টি করছে। শিল্পন্নোত দেশে পানির ব্যবহার আগামী ২০ বছরে আরো ৫গুণ বৃদ্ধি পাবে এমন লক্ষ্যমাত্রায় পরিবেশ দূষণ রোধে এসব দেশ কার্যকর প্রযুক্তি ব্যবহারও বৃদ্ধি করছে।
উন্নত দেশে পানির প্রকৃত মূল্য যাচাই করে তা রক্ষায় প্রযুক্তি উদ্ভাবনে নজর দেওয়া হয়। এককালে নদী, খাল, বিলে পানি পর্যাপ্ত ছিল বলে কৃষি ছিল প্রায় নিখরচা। এখন ইরি ধানের আবাদ সহ অধিক উৎপাদনে নজর দেওয়ায় আগ্রাসী কৃষি পরিকল্পনায় পানির ব্যবহার অতিরিক্ত মাত্রায় হচ্ছে। এক কেজি ইরি ধান আবাদে ৩ হাজার ২’শ লিটার পানি সেচ হিসেবে ব্যবহার হয় বলে পরিবেশবিদরা দাবি করে আসছেন। ৫’শ লিটার এক বোতল পানি বাজারে বিক্রি হয় ১৫ টাকায়। ওয়াসা ১ হাজার লিটার পানি বিক্রি করে দশ টাকার কমে। খুলনার দাকোপে ক্রেডিট ব্যবহার করে প্রতি লিটার পানি ৪০ পয়সায় কিনছেন গ্রাহকরা।
পানির প্রকৃত মূল্য এবং কৃষি ও শিল্পে এর ব্যবহারের অনুপাতে উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য ছাড়াও তার দূষণজনিত ক্ষতির বিবেচনায় কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করছি তার তুলনামূলক মূল্য বিশ্লেষণ এখনো করা হয়নি। ফলে পানির ব্যবহার নিয়ে সার্বিক কোনো টেকসই পরিকল্পনা দেখা যাচ্ছে না। অথচ প্রকৃতিতে সুপেয় পানির ব্যবহার কমছে এবং এনিয়ে যুদ্ধ পর্যন্ত বেঁধে যাওয়ার আশঙ্কাও রয়েছে। পরিবেশবিদরা এমনও বলছেন, যমুনা সেতু নির্মাণের পর নিয়মিত ড্রেজিং করার কথা থাকলেও তা না হওয়ায় নদীটি কি পরিমাণ নাব্যতা হারিয়েছে তার কোনো তথ্য বিচারবিশ্লেষণে কেউ মনোযোগী হচ্ছেন না। পদ্মা সেতু নির্মাণের পরিবর্তে নদীর তলদেশে টানেল নির্মাণের বিকল্প পাত্তা না পেলেও আশার কথা কর্ণফুলি নদীতে টানেল নির্মাণ হচ্ছে।
বিশ্বে ২২ ভাগ পানি শিল্পে ব্যবহার হলেও বাংলাদেশের বিভিন্ন শিল্পে ঠিক কি পরিমাণ পানি ব্যবহার কিংবা অপচয় হয় তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে পরিবেশ বিভাগের ডিরেক্টর জেনারেল রায়সুল আলম মন্ডল উদ্যোক্তাদের পানির পরিবর্তে লেজার প্রযুক্তি ব্যবহারকে স্বাগত জানিয়ে বলেছেন, এধরনের উদ্যোগ টেকসই অর্থনীতি নির্মাণে সাহায্য করবে। ঢাকা ট্রিবিউন ও ডেইলি স্টার থেকে অনুবাদ এবং পরিবর্তিত