আইসিসির অর্থনৈতিক মডেল মানতে নারাজ ভারত
স্পোর্টস ডেস্ক : আইসিসির সর্বশেষ সভায় ‘বিগ-থ্রি’ নীতি বাতিল করে নতুন একটি সুষম অর্থনৈতিক বণ্টনপদ্ধতিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু নতুন এই অর্থনৈতিক মডেল মানতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত রবিবার আইসিসি প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ান হিগিনসকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি তা জানিয়ে দিয়েছেন। বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন অর্থনৈতিক মডেলকে বলছে, বিধিবহির্ভূত ও অগ্রহণযোগ্য।
২০১৪ সালে পাস হওয়া ‘বিগ-থ্রি’ নীতিতে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সম্ভাব্য আয়ের বণ্টনের একটা বর্ণনা দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল, আগামী আট বছরে আইসিসির আয়ের ২৭.৪ শতাংশ পাবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ২৭ দশমিক ৪ শতাংশের মধ্য ইংল্যান্ডের ৪ দশমিক ৪ শতাংশ, অস্ট্রেলিয়ার ২ দশমিক ৭ শতাংশ এবং বাকি ২০ দশমিক ৩ ভাগ অর্থই জমা হওয়ার কথা ছিল ভারতের কোষাগারে।