শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্যামিকে ইসলাম ধর্ম গ্রহণ করার আহ্বান

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের পেশোয়ার জালমি ক্লাবের মালিক জাভেদ আফ্রিদি।

পাকিস্তান সুপার লিগ-পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক ছিলেন স্যামি। পিএসএলের দ্বিতীয় আসরে দলকে নেতৃত্বে দিয়ে শিরোপা জিতিয়েছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার। ড্যারেন স্যামিই প্রথম ক্রিকেটার যিনি লাহোরে ফাইনাল ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে স্বীকৃতি দিয়েছিলেন।

একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্যামির বিষয়ে কথা বলেন জাভেদ আফ্রিদি। জাভেদ আফ্রিদি বলেন, ‘স্যামিকে ইসলাম বিষয়ে জানানোটা আমার বড় অর্জন। আমি দোয়া করি যেন সে (স্যামি) তার ধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করে। ‘

এসময় জাভেদ আফ্রিদি জালমির ভক্তদেরকে স্যামির জন্য দোয়া করতে বলেন, যাতে স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এছাড়া দলের ক্রিকেটারদের সঙ্গে থাকার সময় পশতুন ভাষাও শেখেন স্যামি।

এ জাতীয় আরও খবর