হোয়াইট হাউসে বসবেন ট্রাম্পের মেয়ে
আন্তর্জাতিক ডেস্ক : অল্প কয়েকদিনের মধ্যেই হোয়াইট হাউসে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প। এর আগে বাবার প্রশাসনে কোনো আনুষ্ঠানিক ভূমিকা গ্রহণ করবেন না বলে ঘোষণা দিলেও হোয়াইট হাউসে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। তবে সেটা কোন ধরনের দায়িত্ব সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়া হয়নি।
ইভাংকার নতুন ওয়েস্ট উয়িং অফিস হোয়াইট হাউসে নেয়ার কথা রয়েছে। তিনি এই মুহূর্তে নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন।
ওভাল অফিসে ইভাংকার সম্পৃক্ততার বিষয়টি নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠছে। ইভাংকার এটর্নি জেমি গোরিলিক জানিয়েছেন, ইভাংকা তার বাবাকে বিভিন্ন ইস্যুতে সাহায্য করবেন। তিনি প্রেসিডেন্টের বিভিন্ন বিষয় নজরে রাখবেন এবং তাকে পরামর্শ দেবেন।
তবে তার অবস্থান সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি হোয়াইট হাউস। তিনি কবে নাগাদ হোয়াইট হাউসে বসবেন সেটাও জানা যায়নি।