সুষ্ঠু নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গি ইস্যুর সৃষ্টি : রিজভী
নিজস্ব প্রতিবেদক : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে বানচাল করতেই জঙ্গি ইস্যুর সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জঙ্গিবাদকে জাতীয় নির্বাচনের অন্তরায় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ, জঙ্গিবাদ আমাদের জাতীয় অস্তিত্বের জন্য হুমকি। দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে আমাদের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
গতকাল সিলেটে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন সরকারকে বিব্রত করতেই সুপরিকল্পিতভাবে হঠাৎ করে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। আর এই জঙ্গি তৎপরতায় মদদ দিচ্ছে বিএনপি ও জামায়াত।
হানিফের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘গতকাল আওয়ামী লীগের এক নেতা বলেছেন-বিএনপি-জামায়াতের মদদেই জঙ্গি হামলা ঘটছে। সেই নেতার উদ্দেশ্যে বলতে চাই-আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে এটা পরিষ্কার যে, জঙ্গি হামলার বেনিফিসিয়ারি কারা? কারা জঙ্গিবাদকে জিইয়ে রেখে দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে? এ বিষয়টি জনগণের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে।’
‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে বানচাল করার জন্যই জঙ্গিবাদী তৎপরতা সৃষ্টি করা হয়েছে’ এমন দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দানবীয় জঙ্গিবাদ দেশ থেকে দূর হোক তা বর্তমান সরকারই চায় না। যার ভুরি ভুরি প্রমাণ মিলছে জঙ্গিবাদ দমনে সরকারের ভূমিকায়।’
এ সময় র্যাবের ব্যারাকে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় নিহত হানিফ মৃধা-সোহেলদের মা ও স্ত্রীদের মর্মস্পর্শী কান্নায় জনগণের কাছে জঙ্গিবাদ নিয়ে সরকারের রহস্যজনক ভূমিকা স্পষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, ‘জঙ্গির নামে যাদেরকে সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করা হচ্ছে, সেটিও রহস্যের জন্ম দিচ্ছে। বর্তমানে গুম-অপহরণের অধিকাংশ ঘটনা পুলিশ থানায় নথিভুক্ত করতে চায় না। গুম-অপহরণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ থাকায় ওইসব ঘটনায় থানায় মামলা করা রীতিমতো দুঃসাধ্য। এমনকি তা সাধারণ ডায়েরিভুক্ত করতেও চায় না, আর করলেও অনেক ঝামেলা পোহাতে হয়।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জঙ্গি দমনে সরকারের রহস্যজনক আচরণের কারণেই জঙ্গিবাদ নির্মূল হচ্ছে না। সরকারের অশুভ পরিকল্পনা হৃদয়াঙ্গম করতে পারলেও মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।’ তিনি বলেন, ‘জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সরকার পরিকল্পিতভাবে জঙ্গিবাদের সামগ্রিক তৎপরতা আড়াল করছে।’
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাক্কালে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদে সারাদেশের মানুষ যখন ফুঁসে উঠছে, ঠিক তখনই জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে দেশব্যাপী রক্তাক্ত জঙ্গি তৎপরতা সৃষ্টি করা হচ্ছে। সরকারের এই বিষয়টিকে কৌশল হিসেবে দেখছে জনগণ। জঙ্গিবাদ নিয়ে দেশের মানুষকে গাঢ় অন্ধকারের মধ্যে ফেলে রাখা হচ্ছে।
জঙ্গিদমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাদের আহ্বান আওয়ামী লীগ বারবার প্রত্যাখান করেছে এমন দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের কাছে আজ পরিষ্কা হয়ে গেছে, জঙ্গিবাদকে ব্যবহার করে সরকারই ফায়দা নিচ্ছে।’
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে রিজভী বলেন,‘আমরা সরকারের উদ্দেশ্যে পরিষ্কার বলতে চাই-আজকে দেশের স্বাধীনতা-সর্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই প্রতিরক্ষা চুক্তি আমাদের স্বাধীনতা-সর্বভৌমত্ব সুরক্ষার সাথে সম্পর্কযুক্ত, যা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা-সর্বভৌমত্ব নিয়ে কখনোই ছিনিমিনি খেলতে দেবে না জনগণ।’
এ দেশের মানুষ দৃঢ়তা, সাহস ও দেশপ্রেমের অদ্ভুত নিবিষ্টতা নিয়ে ভারতের সাথে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।