রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ২৩টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ২৩টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই ২৩টি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সচেতনতা এবং ভর্তি না হওয়ার জন্য বলা হয়েছে ইউজিসির তরফ থেকে।
ইউজিসি জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নেয়নি। ফলে ছাত্র-ছাত্রীদের ডিগ্রি প্রদানের কোনও এখতিয়ার নেই এদের। আর যদি কোন ডিগ্রি প্রদান করে তাহলে সেই ডিগ্রির কোনও স্বীকৃতি থাকবে না।
চলুক দেখে নেওয়া যাক, বিশ্ববিদ্যালয়গুলো নামের তালিকা-

১. মৈথিলি ইউনিভার্সিটি/বিশ্ববিদ্যালয়, দ্বারভাঙা, বিহার।
২. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, দিল্লি।
৩. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি।
৪. ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি।
৫. এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, এডিআর হাউজ, নিউ দিল্লি।
৬. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউ দিল্লি।
৭. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেল্‌ফ এমপ্লয়েমেন্ট, দিল্লি।
৮. বাদাগনি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোশাইটি, বেলগাঁও, কর্ণাটক।
৯. সেন্ট জনস ইউনিভার্সিটি, কৃ্ষ্ণোত্তম, কেরল।
১০. রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি, নাগপুর, মহারাষ্ট্র।
১১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা।
১২. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর, কলকাতা।
১৩. বারাণসিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসি।
১৪. মহিলা গ্রাম বিদ্যাপীঠ/বিশ্ববিদ্যালয়, জগৎপুরি।
১৫. গাঁধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ।
১৬. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর।
১৭. নেতাজি সুভাষচন্দ্র বসু ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি), আলিগড়।
১৮. উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা।
১৯. মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়।
২০. ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা ফেজ-২।
২১. গুরুকুল বিশ্বিবিদ্যালয়, বৃন্দাবন।
২২. নবভারত শিক্ষা পরিষদ, রৌরকেলা।
২৩. নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওড়িশা।

এ জাতীয় আরও খবর

বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন, কোথাও যানজট কোথাও গাড়ির অপেক্ষা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল

সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

দেহদান করে এখন দুশ্চিন্তায় ঋতুপর্ণা

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিলাম না : মাহফুজ আলম

বিএনপির ১৫ সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পেছাল

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র বিলাসী প্রকল্প : জ্বালানি উপদেষ্টা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সুইফটের সমর্থন কি নির্বাচনের শেষ খেলা বদলে দেবে

নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম

সিরিজ খেলতে দুপুরে ভারত যাচ্ছেন ক্রিকেটাররা