মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা পরিষদ চেয়ারম্যানের সংবর্ধনা

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : জেলার প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল আলম এমএসসিসহ জেলা পরিষদের নব নির্বাচিত সকল সদস্যদেরকে আগামী ২৩ মার্চ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা সভাকে সফল করার লক্ষ্যে আজ রবিবার জেলা নাগরিক সমাজের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মার্কেটের কার্যালয়ে এক প্রস্তুতি সভা নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুব নাগরিক সমাজের আহবায়ক আব্দুল আউয়াল শিপলুর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম, শ্রমিকনেতা হাজী জসিম উদ্দিন জমসেদ, সাবেক চেয়ারম্যান মোঃ মোমিন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম, কাজী মোবারক হোসেন, ওয়াছেল সিদ্দিকী, শেখ ফরিদ, আল আমিন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া রহমান কেয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ মোঃ শফিকুল ইসলাম, যুব নাগরিক সমাজের নাঈমুল ইসলাম পলাশ, মোস্তফা সারোয়ার অনিক, শাহ আলম, শাহজাহান মিয়া প্রমুখ। সভায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংবর্ধনার সভা সফল করার লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য আহবান জানানো হয়। সভায় জেলা নাগরিক সমাজের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস, এম আজিজুল ইসলাম মুসা এবং মোঃ জহিরুল হক এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন নাগরিক সমাজের ধর্ম বিষয়ক সম্পাদক হযরত মাওঃ আসাদুল করিম।

এ জাতীয় আরও খবর