জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো আগ্রা
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আগ্রায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাজমহলে আইএসের হামলার হুমকির মুখে আগ্রায় নিরাপত্তা জোরদার করার পর শনিবার এই বিস্ফোরণ ঘটে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে একটি ময়লার ডিপোতে প্রথম বিস্ফোরণ ঘটে। এসময় পরিচ্ছন্নকর্মীরা সেখানে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কয়েক মিনিট পর স্টেশনের কাছে এক লোকালয়ে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দুটি ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন।
উত্তর প্রদেশের পুলিশ প্রধান মহেশ কুমার মিশ্র জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শুক্রবার রাতে আন্দামান এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত করার চেষ্টার ধারাবাহিকতায় এ দুই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।