বজ্রপাতে ১ জনের মৃত্যু
ফয়সল অাহমেদ , বাঞ্ছারামপুর : অাজ শনিবার বেলা আড়াই টার দিকে শুরু হওয়া ঝড়ো শিলা বৃষ্টিপাতে তিতাসে ১ নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কুমিল্লার তিতাস উপজেলার মুজিবপুরে গ্রামে অালী অাকবরের স্ত্রী হাসি বেগম (৩৫) বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খোজ নিয়ে জানা গেছে, বাঞ্ছা রামপুরে প্রায় ১১ হাজার হেক্টর ইরি বুরো ধানী জমি, মরিচ,গম, টমেটো,মুসুরি সহ ১২ প্রকার ফসল শিলা বৃষ্টিপাতে বিনষ্ট হয়েছে। এ ছাড়া, পিরো এলাকায় ছোট অামের গুটি শিলায় ব্যাপক ক্ষতি হয়েছে।