বাংলাদেশের পতাকা দিয়ে জুতার ডিজাইন
বাংলাদেশের পতাকা, মানচিত্রের ছবি এবং মহান শহীদ ও স্বাধীনতা দিবসকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ই-কমার্সভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান Zazzle। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।
ফেসবুকে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। মো. জাহাঙ্গীর আলম বাবর লিখেছেন, ‘এটি উস্কানি নয় প্রতিবাদ: সামর্থের মধ্যে প্রতিবাদ, বাবর আলীর প্রতিবাদ। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা , লাল-সবুজের পতাকা, জাতীয় পতাকার অবমাননা করে পায়ে…’
রাব্বি চৌধুরী লিখেছেন, লক্ষ লক্ষ মানুষের প্রাণের মূল্য কোথায়? আসুন আমাদের বিবেককে জাগ্রত করে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই।’ তিনি প্রশ্ন রেখেছেন, বাংলাদেশে এমন পণ্য সমীচীন কি কখনো?’
জীনাত লীনা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেখুন এদের স্পর্ধা! আপনারাই কিছু বলুন।’
রেজা সিদ্দিক নামে এক ব্যক্তি প্রশ্ন করে লিখেছেন, ‘এরা কারা? বাংলাদেশের পতাকা নিয়ে এমন ব্যবসা করছে? এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’
মাহমুদ দোলান নামে অপর এক ব্যক্তি লিখেছেন, ‘এই হেয় কর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, সম্প্রতি ই-কমার্স সাইট অ্যামাজনে ভারতের জাতীয় পতাকা নিয়েও পণ্যের বিজ্ঞাপণ করেছিল। এরপর প্রতিবাদের মুখে অ্যামাজন কর্তৃপক্ষ তা সরিয়ে নিতে বাধ্য হয়। এ ক্ষেত্রে ভারত সরকারও জোরালো ভূমিকা রেখেছিল।