রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষা দেয়ার সুযোগ চায় শিক্ষানবিশ আইনজীবীরা

news-image

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিধারী শিক্ষানবিশ আইনজীবীদের বার কাউন্সিলে নিবন্ধন করতে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘অধিকার বঞ্চিত শিক্ষানবিশ  আইনজীবী ফোরাম’।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানান তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধন ও সমাবেশে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা প্রায় তিন শতাধিক শিক্ষানবিশ আইনজীবী তাদের দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক রাম চন্দ্র দাস বলেন, ইতোমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর মেয়াদি কয়েক হাজার এলএলবি ডিগ্রিধারীরা বার কাউন্সিলে ‘অন্তভুক্তি পরীক্ষায়’ পাস করে অ্যাডভোকেট হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে  আইন পেশায় আছেন। কেউ কেউ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে কর্মরত আছেন।

তিনি জানান, দারুল ইহসানের মামলাকে উপলক্ষ্য করে ২০১৪ সালের ১৩ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল এক নোটিশের মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এলএলবি ডিগ্রিধারীদের বার কাউন্সিলের অ্যাডভোকেট অন্তর্ভুক্তির পরীক্ষায় নিবন্ধন স্থগিত করে দেয়।

তিনি বলেন, ২০১৩ সালের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই বছর মেয়াদি আইনের ডিগ্রিধারীরা নিয়মিত নিবন্ধনপ্রাপ্ত হয়ে অংশগ্রহণ করতে কোনো অসুবিধা ছিল না। দারুল ইহসানের মামলার আপিলের শুনানিতে ৪০ বছরের বেশি বয়সীদের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তি না করার পক্ষে মতামত উঠে আসে।

কিন্তু ইংল্যান্ডসহ কমন ল’ লিগেল সিস্টেম অনুসরণকারী কোনো দেশেই আইন পেশায় প্রবেশের কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই।

দাবি আদায়ের জন্য আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান রামচন্দ্র দাস।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব হেলালী আজম, যুগ্ম সদস্য সচিব তাসনৌফা মালেক, সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, প্রচার সম্পাদক আমানাতুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

কালিয়াকৈরে হাসিনা-কাদেরের নামে দুই হত্যা মামলা

রোববার থেকে যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহক

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলবে রোববার, আজ বন্ধ ছিল ৪৩টি

রেমিট্যান্সে সুবাতাস, নতুন রেকর্ডের ইঙ্গিত

মণিপুরের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ

নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে

লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪০৩