মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দারুণভাবে ম্যাচে ফিরছে বাংলাদেশ : শ্রীলঙ্কা ১৯২/৬

news-image

উইকেটের পেছনে মুশফিকুর রহীম আর চলে না। এ অপবাদ ইদানিং খুব জোরে সোরেই আলোচিত হচ্ছে। তবে শনিবার কলম্বোয় ভিন্ন মুশফিককেই দেখা গেল। একের পর এক দারুণ সব ক্যাচ ধরে চলেছেন। সাকিবের বলে নিরোশান ডিকভেলাকে দুর্দান্ত এক ক্যাচ ধরে ফিরিয়েছেন মুশফিক।

সাকিবের বল প্যাডেল সুইপ করতে চেয়েছিলেন ডিকভেলা। করেছিলেনও। তবে ডান দিকে সরে গিয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নেন মুশফিক। ফলে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৯২ রান। তবে এক প্রান্তে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন কারুনারাত্নে। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। ১০৫ রানে ব্যাটিং করছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন দিলুরুয়ান পেরেরা।

এর আগে সকালে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। শুরুতেই থারাঙ্গাকে ফিরিয়ে দিয়েছিলেন মিরাজ। তবে এরপর কুশাল মেন্ডিসকে নিয়ে কারুনারাত্নে গড়েন তোলেন ৮৬ রানের সেঞ্চুরি। ফলে উল্টো চাপে পরে যায় টাইগাররা।

তবে লাঞ্চের পরে বল হাতেই নিয়েই রুদ্রমূর্তি ধারন করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৫ ওভারের বোলিং স্পেলে তিনটি উইকেট তুলে নেন তিনি। মেন্ডিস, চান্দিমাল ও গুনারাত্নেকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন মোস্তাফিজ।

এ জাতীয় আরও খবর