বাঞ্ছারামপুরে অটোবাইকে ওড়না জড়িয়ে মারা গেলো গৃহবধূ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারপুর : আজ (শনিবার)সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি (মরিচা)আরশ মিয়ার স্ত্রী জলি বেগম (৫০) ওড়না অটোবাইকের চাকার সাথে জড়িয়ে গাড়ির সিট হতে রাস্তায় পড়ে মারা যায় বলে গৃহবধূ ও পাশের যাত্রী ,প্রত্যক্ষদর্শী,অটোবাইকের চালকের সূত্রে জানা গেছে।
ঘটনার বিবরনে জানা যায়,জলি বেগম আজ সকালে বাঞ্ছারামপুর উপজেলারই আসাদনগর গ্রামে মেয়ের স্বামীর বাড়িতে অসুস্থ্য মেয়ে লিপিকে দেখতে অটোবাইকে করে আসছিলেন।পথিমধ্যে দরিয়াদৌলত দশদোনার কাছাকাছি আসার পর,অসাবধানবশত বোরখরার বর্হিংশ ওড়না বাইকের চাকার সাথে জড়িয়ে গেলে চলন্ত গাড়ি হতে জলি বেগম রাস্তায় লুটিয়ে পড়লে গুরুতর আহত হন।সহযাত্রী সাইফুল ও গাড়ির ড্রাইভার রিপন দ্রুত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন।খবর পেয়ে মৃতের স্বজনরা এলে হাসপাতালে এক ছেলে ও এক মেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।
এ ঘটনায় ব্যাপক উৎসুক জনতার ভীড় ও মৃত স্বজনদের আহাজারীতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।