ম্যাচ ফিক্সিং এর অভিযোগে পাকিস্তানের ৫ ক্রিকেটার নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে আরো এক ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে সম্প্রতি মোট ৫জন ক্রিকেটারকে নিষিদ্ধ করলো পিসিবি। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ফিক্সিং তদন্তের অংশ হিসেবে পাক ব্যাটসম্যান শাহজাইব হাসানকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।
১৭ মার্চ শুক্রবার এ সিদ্ধান্ত জানায় পিসিবি। শাহজাইবকে পিসিবির দুর্নীতি বিরোধী ধারার তিনটিতে অভিযুক্ত করা হয়। এজন্য তাকে জবাব দেয়ার জন্য ১৪ দিনের সময় দেয়া হয়েছে। গত সপ্তাহে ইরফান এবং শাহজাইব হাসানকে তলব করেছিল পিসিবি।
এর আগে পিএসএল খেলার আগেই পাকিস্তানের দুই ব্যাটসম্যান শারজিল খান এবং খালিদ লতিফকে নিষিদ্ধ করে পিসিবি। আর পুরো টুর্নামেন্ট খেলার পর নিষিদ্ধ করা হয় ইরফানকে। তারও আগে নিষিদ্ধ হয়ে আছেন নাসির জামসেদ। ব্যাটসম্যান শাহজাইব হাসান পিএসএলে করাচি কিংসের হয়ে খেলেছিলেন। ইএসপিএন ক্রিকইনফো