মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলে হলুদ জ্বরের প্রাদুর্ভাব

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে হলুদ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্যে চার শতাধিক মানুষের এ জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে, দেশটির গুরুত্বপূর্ণ পর্যটন নগরী রিও ডি জেনিরোতে এ জ্বর ছড়িয়ে পড়েছে।

চলতি সপ্তাহে রিও ডি জেনিরোতে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে একজন এ জ্বরে আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ হিসাব অনুযায়ী, দেশব্যাপী সম্প্রতি হলুদ জ্বরে আক্রান্ত হয়ে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আরও ৪২৪ জন আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলের ৮০টি নগরীতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে ৪৯ জন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় মিনাস গারাইস রাজ্যের বাসিন্দা। এটি ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য।

পরিস্থিতি সামাল দিতে রিও ডি জেনিরো’সহ বিভিন্ন রাজ্যে ১ কোটি ৩৯ লাখ টিকা পাঠিয়েছে সরকার। সূত্র: এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি।

এ জাতীয় আরও খবর