সাকিবের দুর্দান্ত সেঞ্চুরি করে বিদায় নিলেন সাকিব
স্পোর্টস ডেস্ক : শততম টেস্টে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দিলরুয়ান পেরেরাকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব।
১৪৩ বল খেলে তিনি শতরান পূর্ণ করেন। এটি তার ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি।সাকিবের শতরানের ইনিংসটি ৯টি চারের মারে সাজানো।
সেঞ্চুরি করে কিছুটা মারমুখি হয়ে উঠছিলেন।তারই পরিপ্রেক্ষিতে সানাকার বলে চান্দিমালের হাতে ক্যাচে পরিণত হয়ে ফিরে যান সাকিব।১৫৯ বলে ১০ চারে ১১৬ রান করেন তিনি।
এদিকে অভিষেক টেস্ট খেলতে নামা মোসাদ্দেকও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৪২১/৭ রান করেছে। মোসাদ্দেক ৫৩ ও মেহেদী শূন্য রানে অপরাজিত আছেন ।
বাংলাদেশ ইতোমধ্যে ৮৩ রানের লিড নিয়েছে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দলের বিপর্যয়ে মাঠে নেমেছিলেন সাকিব। শুরু থেকেই শ্রীলংকার বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন সাকিব। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করেন সাকিব আল হাসান। জীবনও পেয়েছেন তিনি।
তবে শুক্রবার তৃতীয় দিনে অনেকটা দেখেশুনে খেলতে থাকনে সাকিব। মুশফিকের সঙ্গে ৯২ রানের মূল্যবান জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তিনি। এরপর মুশফিক আউট হলে দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তার ব্যাটে ভর করে লিড পায় বাংলাদেশ।