বিএনপি জঙ্গিবাদে মদদ দেয়: ওবায়দুল
বিএনপি জঙ্গিবাদে মদদ ও পৃষ্ঠপোষকতা করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদকে বিএনপি একটি রাজনৈতিক বিষয় ভাবছে। এখানে রাজনৈতিক অপশক্তি আছে। যে অপশক্তিকে মদদ দেয় ও পৃষ্ঠপোষকতা করে বিএনপি। এ কারণে আজকে তারা অন্তর্জ্বালায় মরছে।’
তিনি বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশের সামনে উন্নয়নের প্রধান বাধা উগ্র সাম্প্রদায়িক অপশক্তি। আজকের দিনে আমরা শপথ নেব বঙ্গবন্ধুর স্বপ্নের সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ার।’
এ সময় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের বঙ্গবন্ধুর কারাগারের দিনলিপি ‘কারাগারের রোজনামচা’ বইটি পড়ারও আহ্বান জানান।