সাকিব-মোসাদ্দেকের ব্যাটে বড় লিডের দিকে এগচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের শেষ বিকালের ‘পাগলামি’ পেছনে ফেলে কলম্বো টেস্টে লড়ছে বাংলাদেশ।
এই লড়াইয়ে পথ দেখান অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ৯২ রানের জুটি। তবে অর্ধশতক তুলে সুরঙ্গা লকমালের বোলে বোল্ড হয়েছেন মুশফিক, দলীয় ২৯০ রানে। ৮১ বলে ৬ বাউন্ডারিতে টাইগার অধিনায়ক করেন ৫২ রান।
প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫৮/৬। সাকিব ৭১ এবং মোসাদ্দেক হোসেন ৩৯ রানে ব্যাট করছেন।
সাকিব-মোসাদ্দেকের ৬৮ রানের জুটিতে বাংলাদেশ ইতোমধ্যে ২০ রানের লিড নিয়েছে।
বৃহস্পতিবার মুশফিক-সাকিব জুটি অপরাজিত থেকে দিন শেষে করেছিল। বাংলাদেশ তুলেছিল প্রথম ইনিংসে ৫ উইকেটে ২১৪ রান। মুশফিক ২ এবং সাকিব ১৮ রানে অপরাজিত ছিলেন।