ব্রেক্সিট বিলে সই করলেন রানী এলিজাবেথ
আন্তর্জাতিক ডেস্ক : বহুল আলোচিত ব্রেক্সিট বিলে সই করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এর ফলে ব্রেক্সিট সংক্রান্ত লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার ক্ষেত্রে দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে’র জন্য এখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার ব্যাপারে আলোচনা শুরু করার পথ সুগম হলো।
১৬ মার্চ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। হাউস অব কমন্সের স্পিকার জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়ন বিল রাজকীয় অনুমোদন পেয়েছে।
এর আগে, স্থানীয় সময় সোমবার রাতে ব্রিটিশ পার্লামেন্টে উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাস হয় এ বিল।
যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোটার ইইউ থেকে বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছেন গত বছরই। এ প্রক্রিয়া ‘ব্রেক্সিট’ নামে বেশি পরিচিত।