মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফটি করে ফিরে গেলেন সৌম্য : বাংলাদেশ ১৩৫/২

news-image

স্পোর্টস ডেস্ক : ৪৯ করে আউট হয়ে যান বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু সেই কাতারে নাম ওঠেনি আরেক ওপেনার সৌম্য সরকারের।

এরই মধ্যে তুলে নিয়েছেন নিজের চতুর্থ টেস্ট ফিফটি। ব্যক্তিগত ৫০ পূর্ণ করতে ৯৫ রান খরচ করেন সৌম্য। খেলেন কিছুটা আগ্রাসীভাবে। ৬ চারে ৬১ রানে করে ফিরে যান সৌম্য সরকার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এর আগে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৫ রান। কিন্তু দ্বিতীয় সেশনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বিদায় নেন তামিম ইকবাল। অর্ধশতকের দুয়ার থেকে মাঠ ছাড়তে হয়েছে এই টাইগার ওপেনারকে।

গল টেস্টের প্রথম ইনিংসে ওপেনিংয়ে তামিম-সৌম্য মিলে দলকে ১১৮ রানের জুটি উপহার দেন। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিন শেষে ৬৭ রানের জুটি গড়ল এই দু’জন।

এদিকে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দিনেশ চান্দিমালের ১৩৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। চান্দিমাল ছাড়াও শেষ দিকে লাকমালের ক্যারিয়ার সেরা ৩৫ রান লঙ্কানদের লড়াকু পুঁজি গড়তে অবদান রাখে। টাইগারদের পক্ষে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

গল টেস্টে রঙ্গনা হেরাথের বোলিং তোপে বাংলাদেশকে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারাল শীলঙ্কা। সে ম্যাচে হেরাথ একাই ৬টি উইকেট শিকার করেছেন। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর