ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের সেবিকা লাঞ্চিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ডাক্তার কর্তৃক সেবিকা লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে সেবিকারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় অপারেশন থিয়েটার সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা জানায়, বুধবার সদর হাসপাতালের চিকিৎসক ফৌজিয়া আক্তারকে শিক্ষার্থী সেবিকা তানজিনা আক্তার আপা বলে সম্বোদন করে। এতে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারেন। ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে তারা কর্মবিরতি পালন করে। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম ভেঙ্গে পড়ে। অচল হয়ে পড়ে হাসপাতাল এর সকল কর্মকান্ড। সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন দাবী করেন, চিকিৎসা কার্যক্রম এতে ব্যাহত হয় নি। পরিস্থিতি স্বাভাবিক করনের জন্য আলোচনা চলছে।