মোদি-অমিতাভের পর এবার শ্রেয়া ঘোষাল
বিনোদন ডেস্ক : মাদাম তুসো জাদুঘরে এবার বলিউডের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা নারী সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের মোমের মূর্তি বসতে চলেছে। দিল্লির রিগ্যাল সিনেমা হলে কিছুদিনের মধ্যেই এই মূর্তি প্রকাশ্যে আনা হবে বলে জানা গেছে। শ্রেয়াই প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী, যার মূর্তি থাকতে চলেছে মাদাম তুসোয়।
বিশ্বখ্যাত মাদাম তুসোয় নিজের মূর্তি বসার খবরে এই বাঙালি গায়িকা বলেছেন, ‘মাদাম তুসোয় ইতিহাসের অংশ হতে পেরে আমি শিহরিত। প্রখ্যাত তারকা, শিল্পী, ঐতিহাসিকদের সঙ্গে আমার মূর্তি থাকতে চলেছে। এটা বিশাল সম্মানের বিষয়। ’
দিল্লিতে মাদাম তুসোর শাখায় শ্রেয়া ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, বলিউড কিং শাহরুখ খানেরও মোমের মূর্তি থাকবে। মূর্তিতে শ্রেয়াকে গান গাওয়ার ভঙ্গিতেই দেখা যাবে বলে জানা গেছে।-এবিপি আনন্দের।