কাশ্মীরে গুলিতে নিহত সন্তানকে দুধ পান করাচ্ছেন মা!
আন্তর্জাতিক ডেস্ক : পনেরো বছর বয়সী কাশ্মীরি কিশোর আমির নাজির। গত বৃহস্পতিবার ভারতীয় সেনার গুলিতে মারা গেছে সে। দাফনের আগে নিহত ওই কিশোরকে বরের সাজে সাজান তার মা হালিমা। চামচে করে মুখে তুলে দিলেন দুধ। নিহত সন্তানকে মায়ের এই দুধ পান করানোর ছবিটিই এখন ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল।
গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে দুই জঙ্গিকে হত্যার দাবি করে ভারতীয় সেনা। ওই সময় সেনা-জঙ্গি লড়াইয়ের মধ্যে পড়ে প্রাণ যায় এক কিশোরেরও। বুলেটের আঘাতে নিহত ওই কিশোরই আমির নাজির।
কিশোরের নিহতের ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী দাবি করে, বন্দুকযুদ্ধ চলাকালে সেনার বিরুদ্ধে পাথর ছুড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিল ওই কিশোর। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জম্মু ও কাশ্মীরের পুলিশপ্রধান বেদ প্রভু।
বেদ প্রভু বলেছিলেন, মৃত কিশোর আমির নাজির সেনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময়ে পাথর ছুড়ছিল। এ সময় ঘাড়ে এসে গুলি লাগলে আমিরের মৃত্যু হয়।
এর আগে ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, কাশ্মীর উপত্যকায় সেনাদের কাজে কোনোভাবে বাধা দেওয়া চলবে না। দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু নিহতের মায়ের দাবি, তাঁর ছেলে কোনো ধরনের বিক্ষোভ বা পাথর ছোড়ায় সম্পৃক্ত ছিল না। কৌতূহলবশত ঘটনাস্থলে গিয়েছিল আমির। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ‘শহীদ’ হয় সে।
এদিকে আমিরের নির্মম মৃত্যু যেন আবার ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে কাশ্মীর ও নিকটবর্তী পুলওয়ামা জেলায়। নাজিরের রক্তমাখা শার্ট নিয়ে জনতা বিক্ষোভ করে স্লোগান দিয়েছে, ‘আমির তোমার মৃত্যু বিপ্লব বয়ে আনবে।’
আমিরের মা হালিমা বলেন, তাঁর ছেলে শহীদ হয়েছে। আর শহীদের মৃত্যু নেই। তাই বরের সাজে, দুধ খাইয়ে ছেলেকে বিদায় দিয়েছেন তিনি।