ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিমা ভাংচুর
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রাধাকৃষ্ণ মন্দিরের দুটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃর্ত্তরা। বুধবার ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সকালে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয়রা ধারনা করছে, দুবৃর্ত্বরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। শাহবাজপুর গ্রামের বাসিন্দা রঞ্জন নন্দী জানান, সকালে রাধাকৃষ্ণ মন্দির খুলে তারা গৌর এবং নিতাই দেবতার মূর্তি ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ভক্তরা মন্দির প্রাঙ্গনে ভীড় করেন।
নবীনগর থানার ওসি মোঃ ইমতিয়াজ আহাম্মেদ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরের মূল বিল্ডিয়ের সাথে কীর্তনের জন্য আরেকটি ঘরে মূর্তিগুলি ছিল। যে ঘরটায় মূর্তিগুলি ছিল প্রাথমিকভাবে জানতে পেরেছি সে ঘরের মন্দিরের জানালা ভাঙ্গা ছিল। কে বা কারা মন্দিরে কি উদ্দেশ্যে প্রবেশ করেছিল নাকি অন্য কোন ঘটনা তা তদন্ত করে আসল রহস্য উদঘাটনের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।