মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিবিসি রয়টার্সসহ ২৫ আন্তর্জাতিক টুইটার অ্যাকাউন্ট হ্যাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোগানকে সমর্থন জানিয়ে বিবিসি, রয়টার্স ও ফোর্বসের মতো সংবাদ মাধ্যমসহ অন্তত ২৫টি আন্তর্জাতিক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটেছে।

অ্যাকাউন্টগুলো হ্যাক করার পর জার্মানি এবং নেদার‌ল্যান্ডকে কটাক্ষ করে ‘নাৎসিজার্মানি’ ও ‘নাৎসিহল্যান্ড’ হ্যাশট্যাগ জুড়ে দেয়া হয়েছে। খবর ব্লুমবার্গ নিউজের।

হ্যাক করা অ্যাকাউন্ট গুলোর মধ্যে জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্ট, বিবিসি নর্থ আমেরিকা, রয়টার্স জাপান, ইউরোপিয়ান পার্লামেন্ট, ফরাসি রাজনীতিক অ্যালাইন জুপে, স্প্রিন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট মার্সেলো ক্লাউরের অ্যাকাউন্টও রয়েছে।

উল্লেখ্য, তুর্কি প্রেসিডেন্টকে বাড়তি নির্বাহী ক্ষমতা দেয়ার লক্ষ্যে প্রস্তাবিত সংবিধান সংশোধনীর পক্ষে প্রচারণা চালাতে তুর্কি মন্ত্রীরা জার্মানি ও নেদারল্যান্ড সফরের উদ্যোগ নিলে তাতে নিষেধাজ্ঞা জারি করে দেশ দুটি।

এই ঘটনায় নেদারল্যান্ডের বিরুদ্ধে নাৎসিবাদ চর্চার অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

এ জাতীয় আরও খবর